Published : 17 Feb 2023, 02:51 PM
টেলিভিশনের আন্ডারকাভার স্টিং অপারেশনে ধরা পড়ে ভীষণ বেকায়দায় পড়ে গিয়েছিলেন চেতন শর্মা। একরকম বাধ্য হয়েই তাই ভারতের ক্রিকেট বোর্ডের নির্বাচকদের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক এই ক্রিকেটার।
ভারতের সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, তার পদত্যাগপত্র এর মধ্যেই গ্রহণ করেছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ।
গত ১৪ ফেব্রুয়ারি ভারতের টিভি নিউজ চ্যানেল ওই আলোচিত ভিডিওটি প্রচার করে, যেখানে চেতনকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান সৌরভ গাঙ্গুলীর মধ্যে ঘটে যাওয়া কিছু বিতর্কিত ইস্যু এবং জাসপ্রিত বুমরাহর চোট প্রসঙ্গ ছিল চেতনের কথায়।
ভিডিও দেখে বোঝা যায় যে, চেতন জানতেন না যে গোপনে তাকে ভিডিও করা হচ্ছে।
দেশটির আরেকটি সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক সুত্র চেতনের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।
“হ্যাঁ, চেতন বিসিসিআই সেক্রেটারি জয় শাহকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন এবং তা গৃহীতও হয়েছে। স্টিং অপারেশনের পর তার অবস্থান নড়বড়ে হয়ে পড়েছিল। তবে এজন্য তাকে পদত্যাগ করতে বলা হয়নি, তিনি নিজে থেকেই তা করেছেন।”
গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতের হারের পর আগের নির্বাচক কমিটি বিলুপ্ত করে বিসিসিআই। অবশ্য ওই কমিটিরও প্রধান ছিলেন ১৯৮৪ থেকে ১৯৯৪ পর্যন্ত সময়কালে ভারতের হয়ে ৬৫টি ওয়ানডে ও ২৩টি টেস্ট খেলা চেতন। পরে জানুয়ারিতে আবারও তাকে প্রধান করে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করে বোর্ড।
৫৭ বছর বয়সী চেতন সরে দাঁড়ানোয় এখন বিসিসিআইয়ের নির্বাচক কমিটিতে থাকলেন- শিব সুন্দর দাস, সলিল আনকোলা, সুব্রত ব্যানার্জী ও শ্রীধরন শরৎ।