Published : 11 May 2023, 06:11 PM
মাস কয়েক পরই পাকিস্তানের মাটিতে হওয়ার কথা এবারের এশিয়া কাপ। কিন্তু প্রতিযোগিতাটির আয়োজন নিয়ে জটিলতা কাটেনি এখনও; প্রতিবেশী দেশটিতে খেলতে যেতে যে রাজি নয় ভারত৷ এ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন পাকিস্তানি পেসার জুনাইদ খান৷
প্রায় দেড় দশক ধরে পাকিস্তানে খেলতে যায় না ভারত। সবশেষ ২০০৮ সালের এশিয়া কাপ খেলতে গিয়েছিল তারা৷
আরেকটি এশিয়া কাপ দিয়েই ভারতীয়দের পাকিস্তান সফরের উপলক্ষ তৈরি হয়েছে। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে অনীহা প্রকাশ করছে বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট দলের সফর করতে না চাওয়ার কারণ বুঝতে পারছেন না জুনাইদ। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বার্তায় পাকিস্তানের হয়ে ৭৬টি ওয়ানডে খেলে ১১০ উইকেট নেওয়া এই পেসার বলেন, তাদের দেশের নিরাপত্তা এখন অনেক ভালো।
“পাকিস্তানের পরিস্থিতি এখন ভালো। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের মতো দেশগুলো যেখানে সফরে আসছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না, সেখানে ভারতের কী সমস্যা? এর কারণ কী? তারা ভিন্ন দুনিয়ার প্রাণী? যাদের নিরাপত্তা সমস্যা আছে?”
সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। পরের মাসে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ।
পকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কয়েকবার বলা হয়েছে, ভারত যদি পাকিস্তান সফরে যেতে রাজি না হয় তাহলে তারাও ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। সত্যিই এমনটা হলে বিশ্বকাপ রঙ হারাবে বলে মনে করেন জুনাইদ।
“এই বিষয়ে আইসিসির নজর দেওয়া উচিত। পাকিস্তানকে ছাড়া ক্রিকেট অসম্ভব৷ পাকিস্তান কোনো ছোট দল নয়। কিছু দিন আগেও তারা এক নম্বর দল ছিল৷ এখনও তারা সেরা তিনের মধ্যে আছে।”
পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ভারতের সমস্যা সমাধানে পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলের এশিয়া কাপের প্রস্তাব দিয়েছে। যেখানে ভারত ছাড়া বাকিরা খেলবে পাকিস্তানে। ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। সেটিতেও নাকি রাজি হয়নি ভারত। পুরো আসর নিরপেক্ষ ভেন্যুতে চায় তারা।