Published : 31 Oct 2022, 08:17 PM
খাবার, পানি, শৌচাগারের সমস্যা সমাধানসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত খালি বালতি নিয়ে হলের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনে থাকা শিক্ষার্থী মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন সময়ে সমস্যাগুলোর কথা হল কর্তৃপক্ষকে বলেও কোনো ফল না পাওয়ায় আমরা আজ আন্দোলনে নেমেছি।
“বর্ধিত ভবনে দীর্ঘ মেয়াদী পানির সমস্যা, খাবারের নিম্নমান, রিডিংরুমের সংস্কার, খাবার পানির সংকট নিরসনে প্রতিটি ওয়াশরুমের পাশে ফিল্টারের ব্যবস্থা, ওয়াশরুম ও টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিতকরণ- এই ছয়টি দাবি নিয়েই আমরা আন্দোলনে নেমেছি। এই ব্যাপারে আমরা একটি স্মারকলিপি প্রভোস্ট বরাবর জমা দিয়েছি।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশ্ন করলে শাহ আমানত হলের প্রাধ্যক্ষ নির্মল কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীরা এর আগে লিখিত দেয়নি৷ আর কর্মচারীরাও আমাকে কিছু বলেনি৷ তাদের দাবি পেয়ে সমস্যাগুলো সমাধানের কাজ শুরু করেছি।”