Published : 20 Mar 2024, 02:00 PM
চট্টগ্রামের বোয়ালখালীতে মশা তাড়ানোর জন্য জ্বালানো মশাল থেকে গোয়াল ঘরে আগুন ছড়িয়ে দুটি গরু মারা গেছে, দগ্ধ হয়েছে আরো ১৭টি।
বোয়ালখালী আহল্লা করলডেঙ্গা ইউনিয়নে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দগ্ধ ১৭টি গরুর মধ্যে গর্ভবতী তিনটির অবস্থা বেশি ঝুঁকিপূর্ণ। বেশিরভাগেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না।”
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন জানান, উত্তর করলডেঙ্গা গ্রামের ছদর আলী চৌকিদার বাড়িতে রাতে আগুন লাগে। ছয় পরিবারের ছয়টি গোয়াল ছিল পাশাপাশি। সবগুলো পুড়েছে।
স্থানীয়রা জানান, আগুনে যে দুটি গরু মারা গেছে, তার একটি জায়েদুল হকের এবং অপরটি আবদুর ছবুরের। এছাড়া আগুনে দগ্ধ হয়েছে কামালের তিনটি গরু, জায়েদুল হকের দুটি, ওবায়দুল হকের পাঁচটি, আবদুর ছবুরের দুটি, আবদুল মোনাফের তিনটি এবং তাহেরা আক্তারের দুটি।
প্রাণিসম্পদ কর্মকর্তা সেতু ভূষণ দাশ বলেন, “আমরা খামারিদের সবসময় সচেতন করি গোয়ালে যেন আগুন বা দাহ্য কোনো কিছু না থাকে। গতকাল এখানে একটি বাছুরের জন্ম হয়। ওই গোয়ালে মশা তাড়াতে মশাল জ্বালানো হয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত।
“আগুনে ট্রমার কারণে সদ্য বাচ্চা দেওয়া গাভিটির জরায়ু প্রায় বেরিয়ে এসেছিল। সেটি আবার রিপ্লেস করে সেলাই ও ইনজেকশন দেওয়া হয়েছে।”
পাঁচ চিকিৎসকের একটি দল দগ্ধ গরুগুলোকে চিকিৎসা দিচ্ছেন বলে জানান তিনি।
বোয়ালখালী ফায়ার স্টেশনের অপারেটর মো. সাব্বির জানান, তাদের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।