Published : 18 May 2025, 03:16 PM
চট্টগ্রাম নগরীতে একটি ভবনের নিচতলায় বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু হয়েছে।
রোববার ভোরে এম এম আলী রোডের বশরভিলায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মৃতরা হলেন- মোহাম্মদ তৈয়ব (৫০) ও রবিউল (১৪)। তৈয়ব ওই বাড়িতে দারোয়ান হিসেবে কাজ করতেন। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। আর রবিউল কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার হুমায়ুনের ছেলে।
চকবাজার থানার ওসি জাহিদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার হওয়া বৃষ্টিতে ওই ভবনের নিচে পানি জমে ইলেকট্রিক লাইনের সমস্যা হয়। জমে থাকা পানিতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।