Published : 16 Aug 2023, 01:10 PM
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়ত কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তিনটি মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে পুলিশের তরফ থেকে কোতোয়ালি থানায় দুটি এবং খুলশী থানায় মামলা একটি মামলা দায়ের করা হয় বলে কর্মকর্তারা জানান।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ৪০ জনসহ আরও ২৫ জনের নাম উল্লেখ করে দুটি মামলা হয়েছে তার থানায়। অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে সেখানে।
পুলিশের কাজে বাধা এবং হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির আওতায় দায়ের করা এসব মামলায় নগর জামায়াতের আমির মো. শাহাজাহানকেও আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
এদিকে পুলিশের উপর হামলার ঘটনায় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে খুলশী থানায় একটি মামলা হয়েছে বলে ওসি সন্তোষ কুমার চাকমা জানান।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদী গত সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর মঙ্গলবার বাদ আছর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদে গায়েবানা জানাজা পড়ার ঘোষণা দেয় নগর জামায়াত।
কিন্তু জাতীয় শোক দিবসে বিশৃঙ্খলার আশঙ্কায় দুপুরের পর থেকে মসজিদ মাঠের দুই গেইট বন্ধ করে অবস্থান নেয় পুলিশ। তারপরও সেখানে জড়ো হতে থাকেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। পরে বিকালে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
চট্টগ্রামে পুলিশের ধাওয়া, সাঈদী সমর্থক জামায়াত কর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ
এ সময় জামায়াত কর্মীদের একটি অংশ দামপাড়ায় পুলিশ লাইনসে সিএমপি সদর দপ্তরে এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ঢিল ছোড়ে। সেই ঢিলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠের চারিদিকে নগরীর কাজীর দেউড়ি থেকে চট্টেশ্বরী ও ওয়াসা মোড় হয়ে গরীব উল্লাহ শাহ মাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে পুলিশ দফায় দফায় ধাওয়া করে জামায়াতর্কমীদের সরিয়ে দেয়। সে সময় অন্তত ৪০ জনকে আটক করার কথা পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।