Published : 07 Jan 2024, 12:52 PM
কেন্দ্র পরিদর্শনে গিয়ে নৌকার কর্মীদের চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী নৌকার নেতাকর্মীদের ধাওয়ার মুখে পড়েছেন।
রোববার বেলা ১২টা ১০ মিনিটের দিকে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান ঈগল প্রতীকের প্রার্থী সামশুল হক চৌধুরী।
এসময় সামশুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, “জাতির পিতার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন সারাবিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। যেহেতু আমি রাজনৈতিক দল করি। বাংলাদেশ আওয়ামী লীগের আমি একজন সদস্য। তাই আমি নির্বাচনে অংশ নিয়েছি। শেষ পর্যন্ত আমি ভোটে থাকব।
“৩০টি কেন্দ্র্রে আমার এজেন্টদের বের করে দিয়েছে। বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছে না। কাল সারারাত তাণ্ডব করেছে। আমার নেতাকর্মীদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়েছে। একটা লাইসেন্সবিহীন মোটর সাইকেল জ্বালিয়ে আমার লোকজনদের এমনকি আমার ছেলেকেও আসামি করেছে।”
কেন্দ্র পরিদর্শনের পর তিনি বের হওয়ার পথেই প্রতিরোধের মুখে পড়েন। এসময় নৌকার শ’দেড়েক কর্মী তাকে উদ্দেশ্য করে গালি ও স্লোগান দিতে থাকে।
নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর অনুসারীরা সামশুল হক চৌধুরীকে লক্ষ্য করে ‘চোর চোর’ বলতে থাকে। এক পর্যায়ে তার গাড়িতে ধাক্কাধাক্কি শুরু করে। পরে তিনি কেন্দ্র ত্যাগ করেন। তখন তার গাড়ি লক্ষ্য করে একটা ঢিলও মারে একজন।
আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ১০টি বুথে মোট ভোটার ৪৯৪২ জন। সকাল ১০ টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়ে ৫৬৭টি।
সকাল থেকে পটিয়ার ১০টি কেন্দ্র পরিদর্শন করে বেশিরভাগ কেন্দ্রে সামশুল হক চৌধুরীর এজেন্ট পাওয়া যায়নি।
সামশুল হক চৌধুরীর প্রধান নির্বাচন সমন্বয়কারী নাজমুল করিম চৌধুরী শারুনের অভিযোগ, বেশিরভাগ কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দিয়েছে নৌকার সমর্থকরা।