Published : 03 Aug 2023, 04:48 PM
চট্টগ্রামের চন্দনাইশে বাসের ব্যাটারির বাক্সে করে একটি চশমাপরা হনুমান পাচারের সময় একজনকে আটক করে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাস থেকে ওই চশমাপরা হনুমানটি উদ্ধার করা হয় বলে চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন জানান।
ওই সময় বাসচালক জসীম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয় বলে জানান ওসি।
তিনি বলেন, “কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা এস আলম বাসে তল্লাশি চালানো হয়। জসীম উদ্দিন বাসের ব্যাটারির বাক্সে করে চশমা পরা হনুমানটি নিয়ে আসছিলেন।“
হনুমানটি আলীকদমের কোনো পাহাড়ি জঙ্গল থেকে সংগ্রহ করে চট্টগ্রাম হয়ে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
উদ্ধার হওয়া হনুমানটি চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) এর লাল তালিকায় চশমাপরা হনুমানকে ‘বিপন্ন’ প্রজাতির তালিকাভুক্ত করা হয়েছে।
কালচে ও মেটে বাদামি রঙের এ হনুমানগুলো সাধারণ হনুমানের চেয়ে আকারে অনেক ছোট। তার লেজটি শরীরের চেয়েও বড়।
চোখের চারদিকে সাদা লোমে আবৃত থাকায় দেখে মনে হয় হনুমানটিকে চশমা পরিয়ে রাখা হয়েছে। তাই স্থানীয়ভাবে এ হনুমানকে চশমাপরা হনুমান বলা হয়ে থাকে।
বাংলাদেশে সাধারণ মৌলভীবাজার, আলীকদম এলাকায় এ জানের হনুমান পাওয়া যায়।
এ হনুমানের ইংরেজি নাম পেয়ার’স লিফ মানকি (Phayre’s Leaf Monkey) আর বৈজ্ঞানিক নাম ট্রেসাইপিথিকাস পেয়ারি (Trachypithecus phayrei)