Published : 28 Aug 2023, 05:48 PM
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সহস্রধারা ঝর্নায় নৌকা থেকে পানিতে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ৩টার দিকে পড়ে যান ওই যুবক। খবর পেয়ে ডুবুরি দল দুই ঘণ্টা খোঁজার পর তার লাশ উদ্ধার করে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
মৃত সোহানুর রহমান(২৬) নড়াইল জেলার লোহাগাড়া থানার লক্ষীপাশা গ্রামের মুন্সি আবুল হাসেমের ছেলে। তিনি ঢাকায় জেনেক্স কল সেন্টারে চাকরি করতেন, থাকতেন রাজধানীর নিকুঞ্জ এলাকায়।
সোহানুর তার দুই বন্ধুর সঙ্গে সীতাকুণ্ডের সহস্রধারা ঝর্নায় বেড়াতে গিয়েছিলেন।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের ডিএডি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নৌকা থেকে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে দ্রুত সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দল উদ্ধার অভিযান শুরু করে।
“পরে আগ্রাবাদ থেকে ডুবুরি টিমও ঘটনাস্থলে আসে। বিকেল ৫টা ১৮ মিনিটে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।”