Published : 22 Jun 2025, 08:23 PM
কোনো নারী উদ্যোক্তা যদি বিউটি পার্লার চালু করেন সেক্ষেত্রে পার্লারটির স্থান বা যে স্থাপনা থাকবে তার ভাড়ার ওপর সরকার কোনো ভ্যাট নেবে না।
হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত স্টেন্ট বা রিং ও চোখের লেন্স আমদানির ওপর থেকে আগাম করও অব্যাহতি দিয়েছে সরকার।
রোববার উপদেষ্টা পরিষদ অনুমোদিত আসছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ সুবিধা দেওয়ার বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়।
গত ২ জুন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। সংসদ না থাকায় জাতীয় সাম্প্রচার মাধ্যমে তার বাজেট বক্তৃতা প্রচার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী উদ্যোক্তাদের পরিচালিত বিউটি পার্লারের স্থান ও স্থাপনা ভাড়ার উপর মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়াও হার্টের রিং ও চোখের লেন্স আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
কলমে ব্যবহৃত বল পয়েন্ট আমদানির ক্ষেত্রেও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
শিল্পের কর ছাড়ের ক্ষেত্রে ঝুট হতে রিসাইক্লিং প্রক্রিয়ায় উৎপাদিত তুলার উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে এবং সৌর শক্তি উৎপাদন ব্যবহৃত যন্ত্রপাতি আরও সহজলভ্য করার জন্য সোলার ইনভার্টারের আমদানি শুল্ক ১০ শতাংশ হতে কমিয়ে ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে হাসপাতালের চিকিৎসা যন্ত্রপাতি ও উপকরণ রেয়াতি সুবিধায় আমদানির ক্ষেত্রে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তার সঙ্গে আরও ১০টি আইটেম যুক্ত করা হয়েছে।
এর ফলে জনগণের জন্য ‘চিকিৎসা সেবা আরো সহজলভ্য’ করা যাবে বলা হয় বিজ্ঞপ্তিতে।
এছাড়াও দেশে ‘মানসম্পন্ন টায়ার উৎপাদনের জন্য’ টায়ার তৈরির অন্যতম কাঁচামাল ‘টেকনিক্যালি স্পেসিফায়েড ন্যাচারাল’ রাবার আমদানিতে আরোপিত শুল্ক ১০ শতাংশ হতে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।