Published : 02 Jun 2025, 05:03 PM
ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত জমা রাখার ক্ষেত্রে আবগারি শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে মধ্য ও স্বল্প আয়ের আমানতকারীরা সুবিধা পাবেন।
সোমবার বিকালে উপস্থাপন করা ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই প্রস্তাব করেন।
বর্তমানে জমা স্থিতি বছরের কোনো এক সময়ে একবারের জন্য ১ লাখ টাকায় পৌঁছালে আবগারি শুল্ক দিতে হয়। আবগারি শুল্ক বছরে একবার কেটে নেয় ব্যাংক। টাকার অঙ্ক ১ লাখের নিচে হলে আবগারি শুল্ক দিতে হয় না।
বর্তমানে বছরে ব্যাংক হিসাবে ১ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জমা হলে শুল্ক হিসেবে ১৫০ টাকা কেটে নেওয়া হয়।
আগামী অর্থবছরের বাজেট পাশ হলে ৩ লাখ টাকা পর্যন্ত জমার উপর আমানতকারীকে কোনো ভ্যাট ও আবগারি শুল্ক দিতে হবে না।
বাজেট বক্তৃতায় সালেহউদ্দিন বলেন, “জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে এক লক্ষ টাকা এর পরিবর্তে তিন লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হবে।”
এটি ছাড়া ব্যাংক হিসাবের আবগারি শুল্কে আর কোনো পরিবর্তন আনা হয়নি বাজেটে।
চলতি অর্থবছরের বাজেটে উচ্চ আমানতধারীদের বেলায় ব্যাংকে জমা ৫০ লাখ টাকার বেশি হলে আবগারি শুল্ক বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়।
>> জমা ৫ থেকে ১০ লাখ টাকার মধ্যে থাকলে শুল্ক কাটা হয় ৫০০ টাকা।
>> ১০ লাখ ১ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত আবগাড়ি শুল্ক ৩ হাজার টাকা।
>> ৫০ লাখ ১ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত শুল্ক ৫ হাজার টাকা।
>> ১ কোটি ১ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত শুল্ক ১০ হাজার টাকা।
>> ২ কোটি ১ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত শুল্ক ২০ হাজার টাকা।
>> বছরে একবার জমার পরিমাণ ৫ কোটি টাকার ঘর অতিক্রম করলে সেই আমানতের ওপর শুল্ক ৫০ হাজার টাকা।