Published : 17 Oct 2023, 06:23 PM
বাংলাদেশে বিদ্যুতের আধুনিক ও প্রযুক্তিনির্ভর স্মার্ট গ্রিড ব্যবস্থাপনা বাস্তবায়নে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
স্বয়ংক্রিয় সঞ্চালন ব্যবস্থা গড়ে তুলতে চলমান প্রকল্প ‘স্মার্ট গ্রিড রোডম্যাপ ইন বাংলাদেশ, (দ্বিতীয় পর্ব)’ এর সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসাবে মঙ্গলবার বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী ‘স্মার্ট গ্রিড অভিজ্ঞাতা দিবস’ পালন করা হয়।
যুক্তরাষ্ট্রের অর্থায়ন সংস্থা ইউএস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সির অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে বস্টন কনসালটেন্ট গ্রুপ বা বিজিসি।
অনুষ্ঠানে স্মার্ট গ্রিড নির্মাতা বিভিন্ন দেশের কোম্পানি, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি, বিভিন্ন বিতরণ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
জেনারেল ইলেক্ট্রনিক্স, মাইক্রোসফট, ওরাকল ও আইবিএম- এই চার কোম্পানির পক্ষ থেকে আলাদাভাবে স্মার্ট গ্রিড ইনোভেশন ডেমো ল্যাব উপস্থাপন করা হয় অনুষ্ঠানে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অনুষ্ঠানে বলেন, “ভবিষ্যতে নিরবচ্ছিন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হলে আমাদেরকে স্মার্ট গ্রিড ব্যবস্থাপনার দিকে যেতেই হবে। কিন্তু আমাদের কর্মকর্তাদের সেই দিকে নজর নেই। যখন তাদের কাছে প্রজেক্ট প্রপোজাল আসে, তখন তারা দেখে কোন প্রকল্পটি যুৎসই। সেই অনুযায়ী তারা পরিকল্পনা গ্রহণ করে।
“কিন্তু প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে। আমাদেরকে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। মিটার এখন কথা বলবে, কাস্টমার কী আচরণ করছে, কোন এলাকায় কখন বেশি বিদ্যুৎ ব্যবহার হয়, এসব তথ্য দেবে স্মার্ট গ্রিড।”
স্মার্ট গ্রিড বিদ্যুৎ খাতকে ‘নিরাপদ করবে’ মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে স্মার্ট গ্রিডের প্রকল্প নিচ্ছে। আমরা চাই সমন্বিত স্মার্ট গ্রিড, এক সংস্থার সঙ্গে অন্য সংস্থার নিবিড় যোগাযোগ থাকবে। এটি একটি ইনফরমেশন হাব হিসেবে কাজ করবে।”
যুক্তরাষ্ট্রের যে দুটি প্রতিষ্ঠান অর্থায়ন ও কারিগরি সহায়তা দিয়ে এই প্রকল্প এগিয়ে নিচ্ছি তাদেরকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “বেশ কয়েক বছর ধরে আমরা ইউএসটিডিএর সঙ্গে কাজ করে যাচ্ছি। তারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করছে। বস্টন কন্সালটেন্ট গ্রুপ বিসিজি আমাদের কারিগরি সহায়তা দিচ্ছে।
“এখন আমরা প্রথম পর্বে কিছু কাজ করেছি। স্মার্ট গ্রিড কীভাবে প্রয়োগ করা যায়। তথ্যগুলো বিশ্লেষণ করছি যে, কোন কোন জায়গায় আমাদের সমস্যা হচ্ছে। সেখানে গ্যাপ অ্যানালাইসিস করে যত দ্রুত সম্ভব একটা সমাধান দেওয়া। ভবিষ্যতে আমরা যে স্মার্ট গ্রিডের দিকে যাচ্ছি। আমরা যে বেটার ইলেক্ট্রিসিটি ফ্লো তৈরি করব; আন ইন্টারাপ্টেড বিদ্যুৎ দেব সেই লক্ষ্যগুলো পূরণের প্রস্তুতির জন্য কারিগরি সহায়তা দিচ্ছে বিসিজি।”
বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব হাবিবুর রহমান বলেন, “স্মার্ট গ্রিডের বিষয়টি কোনো বিলাসিতার বিষয় নয়। নিরবচ্ছিন্ন ও কোয়ালিটি বিদ্যুতের জন্য স্মার্ট গ্রিড জরুরি। স্মার্ট গ্রিড অনেক সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে। বাস্তবায়ন করতে সব প্রতিষ্ঠানের সহযোগিতা জরুরি। বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা ছাড়া এটি বাস্তবায়ন সম্ভব না।
“পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট গ্রিড জরুরি। আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেই যাত্রার শুভ সুচনা হচ্ছে।”
পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক একেএম গাউস মহিউদ্দিন আহমেদ, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান, ইউএসটিডিএর আঞ্চলিক প্রতিনিধি (দক্ষিণ এশিয়া) মেহনাজ আনসারীসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন।