Published : 09 May 2025, 07:09 PM
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীকে ঘিরে 'ট্যাগর বাবু বন্দী' ও 'প্রার্থনা শোন' শিরোনামের দুইটি গান প্রচার করেছেন সংগীতশিল্পী কৃষ্ণকলি ও অর্ক সুমন।
যে গান দুইটি তৈরি হয়েছিল প্রায় এক যুগ আগে।
'কৃষ্ণকলি অফিশিয়াল' ইউটিউব চ্যানেলে এসেছে গান দুইটি।
'ট্যাগর বাবু বন্দী' গানটি গাওয়ার পাশাপাশি, গানের কথা ও সুর করেছেন কৃষ্ণকলি। গিটারে ছিলেন আহনাফ খান অনিক ও অর্ক সুমন।
হারমোনিয়ামে ছিলেন তৈসিফর রহমান ইম। গানের সংগীতায়োজন করেছেন রোকন ইমন, ভিডিও সম্পাদনা পার্থ সারথি মোদক।
'ট্যাগর বাবু বন্দী' গানটি তৈরির পেছনের গল্প জানিয়ে সংগীতশিল্পী কৃষ্ণকলি বলেন, "২০১৩ সালে কবিগুরুর সার্ধশতবার্ষিকীতে (দেড়শত বছর) কবিগুরুকে উৎসর্গ করে গানের দল 'সমগীত' একটা প্রোগ্রাম করেছিল, সেসময় গানের কথাগুলো লেখা হয়েছিল।
"গান দুইটি রেকর্ড করা হয়েছে আরও দেড় বছর আগে। কয়েকদিন আগে আমরা সিদ্ধান্ত নিলাম গানগুলো এবার আমরা প্রকাশ করব। দীর্ঘ সময় পার হলেও অবশেষে বৃহস্পতিবার রাতে প্রকাশ পেল।"
দুইটি গান একসাথে প্রকাশের কারণ কী জানতে চাইলে কৃষ্ণকলি বলেন, "এই গান দুইটি আমাদের গবেষণামূলক কাজ ছিল, যেই গান দুইটি সমসাময়িক রবীন্দ্রজীবীদের অবস্থান থেকে করা। গানের যে কথা বা চরিত্রের কথা বলা হয়েছে এই রকম চরিত্র আমাদের কাছে জরুরি। তাই আমরা চেয়েছি দুইটি গান একসাথে থাকুক।"
কবি সুকান্ত ভট্টাচার্যের 'পঁচিশে বৈশাখের উদ্দেশ্যে' কবিতাটি অবলম্বনে লেখা হয়েছে 'প্রার্থনা শোনো' গানটি।
গানটি নিয়ে অর্ক সুমন বলেন, "২০১৩ সালে আমার গানের দল 'সমগীত' একুশে টেলিভিশনে একটা প্রোগ্রামের প্রস্তাব পেয়েছিল। তখন রবীন্দ্রনাথকে উৎসর্গ করে একটা গান তৈরির কথা বলা হয়েছিল। রবীন্দ্রনাথকে নিয়ে অনেকে কবিতা, গান লেখা হয়েছে সেগুলো পড়ছিলাম।
"তবে কবি সুকান্ত ভট্টাচার্যের 'পঁচিশে বৈশাখের উদ্দেশ্যে' কবিতাটা পড়ে আমি রবীন্দ্রনাথকে যেভাবে অনুভব করি ওইটার একটা ছোঁয়া পেয়েছিলাম। সেটা পড়তে পড়তে সেই কবিতার কিছু কথা, নিজের কিছু কথা মিলিয়ে গানের কথাগুলো লিখে ফেললাম৷ সেসময় মিক্স কয়ার নিয়েও কাজ করছিলাম। তখন গানের সুর নিয়ে ভাবনা তৈরি হয়।"
গানটি প্রকাশ করতে ১২ বছর সময় লেগে গেল কেন প্রশ্নে সুমন বলেছেন গান প্রকাশ করার ইচ্ছা তার আগেই ছিল, কিন্তু আরো কিছু কাজের চাপে রবীন্দ্রনাথ নিয়ে গান প্রকাশ করা হয়ে উঠছিল না।
এবার কৃষ্ণকলির উদ্যোগে ডিজিটাল মাধ্যমে গানটি প্রকাশ পেল বলে জানিয়েছেন সুমন।
সুমন বলেন, "দুইটি গানই আমাদের ভালো লেগেছে। যদি গান দুইটি শোনে কেউ আনন্দ পায় তাহলে সেটা সফলতা।"