Published : 18 May 2024, 11:41 AM
যে সিনেমা দিয়ে জুটিবাঁধা কাজের হাফ সেঞ্চুরি করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, সেই ‘অযোগ্য’ সিনেমার ট্রেইলার এসে গেছে। ব্যাংককর্মী রক্তিম মজুমদার এবং তার স্ত্রী পর্ণার সংসার নিয়ে আটপৌরে বাঙালি মধ্যবিত্ত পরিবারের গল্পে সিনেমা বানিয়েছেন কৌশিক গাঙ্গুলি। পর্ণা হয়েছেন ঋতুপর্ণা আর রক্তিমের চরিত্রে অভিনয় করছেন শিলাজিৎ মজুমদার। আর পর্ণার প্রাক্তন হিসাবে দেখা মিলবে প্রসেনজিতের, সিনেমাতে তার নাম প্রসেনজিৎই রাখা হয়েছে। রক্তিমের চাকরি চলে যাওয়ায় সংসারের সমীকরণ হঠাৎ বদলে যায়। পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়ায় যখন রক্তিমকে বাড়িতে থেকে সন্তানের দেখাশোনাও করতে হয়। এদিকে সাংসার চালাতে পর্ণাকে কাজ নিতে হয় ইনভেস্টমেন্ট ফার্মে। এরই মাঝে তাদের জীবনে এসে হাজির হয় প্রসেনজিৎ। আগামী ৭ জুন মুক্তি পাচ্ছে ‘অযোগ্য’। ‘দৃষ্টিকোণ’, ‘অর্ধাঙ্গিনীর’ পর ফের দাম্পত্যের মোড়কে সাজানো গল্পে নিয়ে হাজির হয়েছেন পরিচালক কৌশিক।