Published : 21 Oct 2023, 06:32 PM
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন শাহরুখ খানের নায়িকা মাহিরা খান। পাত্র তার দীর্ঘদিনের বন্ধু ব্যবসায়ী সেলিম করিম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের একাধিক ছবি ভাইরাল হয়েছে।
রোববার পাকিস্তানের মুরিতে পার্ল কন্টিনেন্টাল হোটেলে বিয়ে সারেন এই দম্পতি।
সেদিনই বিয়ের অনুষ্ঠানের একাধিক ভিডিও মাহিরার ম্যানেজার অনুষা তালহা খান ইনস্টাগ্রামে পোস্ট করেন। যেখানে অভিনেত্রীকে বরের দিকে হেঁটে আসতে দেখা গেছে। বউকে এভাবে নিজের দিকে হেঁটে আসতে দেখে কাঁদতে শুরু করেন সেলিম। আবেগঘন হয়ে পড়েন মাহিরাও।
এর আগে ২০০৭ সালে লস অ্যাঞ্জেলেসে আলী আসকারিকে বিয়ে করেছিলেন মাহিরা। দাম্পত্যের ৮ বছর পর তারা সম্পর্কের ইতি টানেন। তাদের ১৩ বছর বয়সী একটা ছেলে আছে।
শিল্পপতি সেলিমের সঙ্গে সম্পর্ক বরাবরই লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন মাহিরা। ২০২২ সালে অভিনেত্রী প্রেমের পড়ার বিষয়টি স্বীকার করেন।
শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মধ্যদিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন মাহিরা। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি কারণে অভিনেত্রীকে পাকিস্তানেই ফিরে যেতে হয়। সংবাদ সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)