শ্রোতাদের ‘হারিয়ে’ যাওয়ার ডাক দিয়ে নতুন মিউজিক ভিডিও এনেছেন সংগীত শিল্পী তাহসান। ইউটিউবে প্রকাশ হওয়া ‘হারাই বহুদূর’ শিরোনামে ডুয়েট গানটিতে তাহসানের সাথে কণ্ঠ দিয়েছেন শিল্পী সুস্মিতা আনিস। ‘ভ্যালেন্টাইনস ডে’ উপলক্ষে নির্মিত এ মিউজিক ভিডিওতে দেখা যাবে দুই শিল্পীকেই।‘হারাই বহুদূর’ গানটি লিখেছেন এবং সুর করেছেন মিনার রহমান। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। তিন বছর আগেও তাহসান- সুস্মিতা ‘ভ্যালেন্টাইনস ডে’ উপলক্ষে একটি গান উপহার দিয়েছিলেন।