Published : 22 Apr 2025, 12:30 PM
‘কুলি’ সিনেমার দৃশ্যধারণের সময় খলনায়কের একটি মাত্র ঘুষিতে হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চন এতটাই আঘাত পেয়েছিলেন যে, তার শরীরে অস্ত্রোপচার করাতে হয়েছিল।
এছাড়া অস্ত্রোপচারের পর অমিতাভের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে এবং একদিন কয়েক মিনিটের জন্য তার শরীরে কোনো সাড় না পেয়ে চিকিৎকরা ভেবেছিলেন তিনি বুঝি ‘কোমায় চলে গেছেন’।
অমিতাভের এমন দুর্ঘটনার কথা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন অভিনেতা পুনীত ইসার। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘কুলি’ সিনেমায় ইসারের হাতেই এই দুর্ঘটনা ঘটেছিল। অমিতাভ নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে ‘কুলি’ সিনেমার পর তিনি নবজন্ম পান।
আর এই ঘটনার পর ইসারকে একের পর কাজ হারাতে হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
ইসার বলেছেন, সেই সময়ে তার বয়স ছিল ২১ বছর। অনেক কষ্টে ‘কুলি’ সিনেমার খলনায়কের চরিত্রটি হাতে এসেছিল তার। শুটিং চলছিল ব্যাঙ্গালুরুতে। মারপিটের একটি দৃশ্যে ইসার ঘুষি মারেন বিগ বিকে, সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান।
ইসার বলেন, “আহত অমিতাভকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অস্ত্রোপচার করতে হয়। ওই আর সে সময়ই চিকিৎসকেরা মিনিট কয়েকের জন্য মনে করেছিলেন মৃত্যু হয়েছে অভিনেতার। কোমার মত অবস্থা থেকে সেবার ফিরে এসেছিলেন বিগ বি।“
কিন্তু এই ঘটনার স্থায়ী ছাপ পড়ে ইসারের জীবনে।
“আমাকে নিয়ে ভীতি তেরি হয়। তারা ভুলে গেলেন যে আমি স্বর্ণপদক জয়ী, আমি শিক্ষিত অভিনেতা, ভাষার উপরও আমার দখল রয়েছে। সব ভুলে আমি শুধু ‘মারকুটে’ হয়ে গেলাম। তারপর থেকে শুধু এই ধরনের চরিত্রই পেয়েছি।”
‘কুলি’ সিনেমার দুর্ঘটনা নিয়ে ইসার বলেন, “সবাই বলতে লাগল, সামান্য ধাক্কাতেই যদি একজন মানুষের এমন হাল হয়, তা হলে সত্যিকারের মারপিটে কী হবে।"
এরপর টানা ৬ বছর ইসারের হাতে কোনো কাজ আসেনি বলেও জানিয়েছেন তিনি।
অভিনেতার ‘খারাপ সময় কেটে যায়’ ১৯৮৮ সালে বিআর চোপড়ার মহাভারতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে।
তিনি বলেন, “বেকার হওয়ার ধাক্কাটা আমাকে আর ভালো অভিনেতা আরও ভাল মানুষ হিসাবে গড়ে তুলেছে। ধৈর্য ধরতে শিখিয়েছে, ভাল বন্ধু চিনতে শিখিয়েছে।”