Published : 01 Jul 2025, 02:37 PM
‘ডিয়ার মা’ সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ততার মধ্যে এবারের জন্মদিন ওপার বাংলাতেই পালন করতে হচ্ছে অভিনেত্রী জয়া আহসানকে।
আনন্দাবাজার লিখেছে, মঙ্গলবার জয়ার জন্মদিনের আগের রাতে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় অভিনেত্রীর জন্মদিনের আয়োজন করে ‘ডিয়ার মা’ সিনেমা টিম।
সেখানে আনা হয় চকলেট কেক, এটি জয়ার পছন্দের কেক।
জয়া বলেন, কলকাতায় এই প্রথম তিনি জন্মদিন উদযাপন করছেন এবং ঘটা করে দিনটি পালনের ঘটনাও তার জীবনে ঘটল অনেকদিন পর।
আয়োজনে রাখা হয়েছিল জয়ার পছন্দের নলেন গুড়ের পায়েসও। কেক কাটা পর্ব শেষ হতেই ‘ডিয়ার মা’ সিনেমায় জয়ার মায়ের চরিত্রে অভিনয় করা সোনালি গুপ্ত জয়াকে কেক খাইয়ে দেন।
জন্মদিনে বাড়িতে জয়ার মা কী কী করেন সেই গল্প তিনি ভাগ করেছেন আনন্দবাজারের সঙ্গে।
জয়া বলেন, “মা আমার জন্মদিনে অনেক কিছুই আয়োজন করেন লুকিয়ে লুকিয়ে। তবে শেষ পর্যন্ত কিছুই লুকিয়ে রাখতে পারেন না। তবে এবার মাকে খুব মিস করব, মা তো ঢাকায়। একটু আগেই ভিডিয়ও কলে কথা বললাম মায়ের সঙ্গে। বললাম, জন্মদিনে এই প্রথম বার পায়েস খেলাম। আমাদের পায়েস খাওয়ার চল নেই। তাই মা শুনে খুব খুশি হলেন। তবে এই আয়োজন আমার সারা জীবন মনে থাকবে।”
অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ‘ডিয়ার মা’ সিনেমায় জয়ার বিপরীতে আছেন চন্দন রায় সান্যাল। আরো অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সায়ন মুন্সীসহ কয়েকজন।
কলকাতায় ‘ডিয়ার মা’ সিনেমার প্রচার ছাড়াও ‘অর্ধাঙ্গিনী ২’ সিনেমার শুটিং করছেন জয়া।
কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এ সিনেমায় মূল দুই চরিত্রে এবারেও আছেন জয়া ও চূর্ণী গাঙ্গুলী।
২০১০ সালের পর জয়ার সিনেমা ক্যারিয়ার মূলত গড়ে ওঠে কলকাতায়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। কলকাতা ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন চারবার।
আরও পড়ুন: