Published : 15 Feb 2025, 09:48 AM
প্রেম পাওয়া আর না পাওয়ার টানাপড়েন ও হাহাকারের গল্পে দেখা যাচ্ছে নাটক ‘কাঠগোলাপের বিয়ে’।
স্বপ্নীল চক্রবর্তী ও ফরিদ উদ্দিন মোহাম্মদের গল্পে নাটকটিতে অভিনয় করেছেন মীর রাব্বি, আনিকা আইরা, সালমান আরাফাত ও সাইদা ইসলাম।
‘কাঠগোলাপের বিয়ে’ পরিচালনা করেছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ।
নাটকটি নিয়ে পরিচালক গ্লিটজকে বলেন, “আমি বরাবরই একটু ভিন্নমাত্রার গল্প বলতে চাই। আমার কাজে কবিতা একটি বিশেষ উপাদান হিসেবে থাকে। এই কাজটিও তেমন। প্রতিটা সংলাপ দর্শকদের ভাবাবে ও গভীর চিন্তায় নিয়ে যাবে।”
নাটকের গল্প নিয়ে পরিচালক ফরিদ বলেন, “গল্পটা মূলত তৃণ আর আবিরের। ফুল কিনতে গিয়ে আবিরের সাথে পরিচয় তৃণর। প্রথম দেখাতেই তৃণর প্রেমে পরে যায় আবির।
“কিন্তু তাদের প্রেম পরিনত হওয়ার আগেই মরণব্যাধি রোগ বাসা বাঁধে আবিরের দেহে। ভালোবাসার মানুষটাকে অন্যের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলে আবিরের। এমনই গল্পে এগিয়ে যাবে নাটক।”
ফরিদের ভাষ্য, পুরো গল্পে প্রেম পাওয়া আর না পাওয়ার টানাপড়েন ও জীবনদর্শনও দেখতে পারবে দর্শক।
নাটকের আবির চরিত্রের অভিনেতা মীর রাব্বি বলেন, “এমন চমৎকার চিত্রনাট্য বহুদিন পরে হাতে পেয়েছি। প্রত্যেকটা দৃশ্যই একেকটা ‘ভিজ্যুয়েল পোয়েট্রিক জার্নি’ বলে মনে হয়েছে আমার কাছে।”
ভালোবাসা দিবসকে ঘিরে কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নাটকটি।