Published : 21 Jun 2025, 12:43 PM
পাকিস্তানি অভিনেত্রী আয়েশা খানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইন্ডিয়া টুডে লিখেছে, পাকিস্তানের করাচিতে শুক্রবার অভিনেত্রীর নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে; তার বয়স হয়েছিল ৭৭।
পুলিশ বলছে গত এক সপ্তাহ ধরে অভিনেত্রীর বাড়ি থেকে কোনো সাড়াশব্দও পাওয়া যায়নি। তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ আয়েশার বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দিলে কেউ সাড়া দেয়নি। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে অভিনেত্রীর পচাগলা মৃতদেহ দেখতে পায়।
ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে আয়েশা খান মারা গেছেন। তার মরদেহ প্রথমে করাচির জিন্নাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার ময়নাতদন্ত করা হয়। এরপর মরদেহ সোহরাব গোথে ইধি ফাউন্ডেশনের মর্গে পাঠানো হয়।
গত কয়েকবছর ধরে আয়েশা খান একা থাকতেন। এড়িয়ে চলতেন সামাজিক অনুষ্ঠানও। তবে কিছুদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন আয়েশার প্রতিবেশীরা। এ ঘটনায় পুলিশ প্রতিবেশী ও স্বজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পাকিস্তানের অনেক অভিনেতা সোশাল মিডিয়ায় আয়েশার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে এইঅভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন।
আয়েশা জনপ্রিয় টিভি অভিনেত্রী খালেদা রিয়াসাতের বড় বোন। ‘আখরি রক’, ‘টিপু সুলতান: দ্য টাইগার লর্ড’, ‘ডালিজ’, ‘ক্র্যাকস’, ‘বোল মেরি ফিশ’, ‘এক অউর আসমান’-এর মত জনপ্রিয় টিভি শোতে কাজ করেছেন তিনি।
এ ছাড়া ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘মুসকান’, ‘ফাতিমা’সহ আরো কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।