Published : 04 Apr 2023, 10:48 AM
প্রথমবারের মত নারীকেন্দ্রিক সিনেমায় কাজ করতে চলছেন ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আলোচিত নায়িকা রাশমিকা মানদানা।‘রেইনবো’ নামের এ তেলেগু সিনেমায় মূল চরিত্রটি করছেন তিনি।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, তরুণ নির্মাতা শান্তারুবান গানাসিকরণ ‘রেইনবো’ সিনেমাটি নির্মাণ করছেন; এই ছবি দিয়েই পরিচালনায় অভিষেক হতে চলেছে তার।
‘রেইনবো’ আসছে প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিম ওয়ারিয়র পিকচার্সের ব্যানারে।
রাশমিকা বলেন, “প্রথমবারের মত এমন একটি সিনেমায় কাজ করছি যেখানে নারীর দৃষ্টিভঙ্গী থেকে গল্পটি লেখা হয়েছে। চরিত্রটি জীবন্ত করে তুলতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।“
দর্শকরা ‘রেইনবো’তে বিনোদন খুঁজে পাবেন বলেও জানান এই কন্নড় অভিনেত্রী।
তার ভাষ্য, ‘রেইনবো’ এমন একটি উপহার, যা শুধু দেখা যায়, স্পর্শ করা যায় না। সিনেমাটি সফলভাবে শেষ করতে সবার ভালোবাসা ও আশীর্বাদ চেয়েছেন রাশমিকা।
তবে রাশমিকার চরিত্রটি করার কথা ছিল দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভুর। সেজন্য ২০২১ সালে চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি। কিন্তু ‘মায়োসাইটিস’ রোগে আক্রান্ত হওয়ায় কাজটি থেকে সরে আসতে হয় এই অভিনেত্রীকে।
‘রেইনবো’ ছাড়াও আরেকটি তেলেগু সিনেমায় নাম লিখিয়েছেন রাশমিকা। নাম চূড়ান্ত না হওয়া ওই সিনেমার পরিচালক তেলেগু নির্মাতা ভেঙ্কি কুদুমুলার।
রেইনবো পরিচালক শান্তারুবান বলেন, “রোমান্টিস ফ্যান্টাসি ঘরানার এ সিনেমায় রাশমিকার পরিণত অভিনয় পাবেন দর্শকরা। আশা করছি সিনেমাটি দর্শকদের মনে গেঁথে যাবে।“
টুইটারে সিনেমার পোস্টার শেয়ার করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিম ওয়ারিয়র পিকচার্স।
Today marks the start of a colourful journey. Join us as we bring the world of #Rainbow to life! ???? @iamRashmika @ActorDevMohan @bhaskaran_dop @justin_tunes @thamizh_editor #Banglan @sivadigitalart @Shantharuban87 @prabhu_sr#RainbowFilm #RainbowPooja pic.twitter.com/puANA99qWM
— DreamWarriorPictures (@DreamWarriorpic) April 3, 2023
এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ‘শকুন্তলম’ সিনেমার অভিনেতা দেব মোহন।
আগামী ৭ এপ্রিল থেকে ‘রেইনবো’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তামিল ছাড়া আরও কয়েকটি ভাষায় মুক্তি পাবে এ সিনেমা।
রাশমিকা এখন ব্যস্ত ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শুটিংয়ে। সুকুমার পরিচালিত এ সিনেমায় পুষ্পার ভূমিকায় অভিনয় করবেন আল্লু অর্জুন। তার প্রেমিকা শ্রীবল্লীর চরিত্রে আবারও দেখা যাবে রাশমিকাকে।
পুরনো খবর
বিয়ের প্রস্তাব পেয়েছেন রাশমিকা
‘সামি সামি’ গানে নাচতে নাচতে ক্লান্ত রাশমিকা
‘পুষ্পা ২’ থেকে বাদ পড়ার খবরে যা বললেন রাশমিকা
‘দর্শকদের আপত্তিতে’ আল্লু অর্জুন-রাশমিকার সিনেমায় কর্তন
অভিনয়ের উন্নতি বিজয়কে দেখাতে চান রাশমিকা