Published : 08 Jul 2023, 06:39 PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত চলচ্চিত্র উৎসবে দেখানো হবে যুবরাজ শামীমের সিনেমা ‘আদিম’।
শনিবার বুয়েট ফিল্ম সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে ৫ দিনব্যাপী চলতরঙ্গ সিনেসপ্তাহ।
উৎসবে টিকেটের বিনিময়ে ‘আদিম’ দেখানো হবে জানিয়ে নির্মাতা যুবরাজ শামীম বলেন, “ঢাকাতে আছেন, এখনও যারা আদিম এর প্রতি আগ্রহ অনুভব করছেন তাদের জন্য বড় পর্দায় আদিম দেখার এটাই আপাতত শেষ সুযোগ।”
বুয়েটে চলতরঙ্গ উৎসবে ‘আদিম’ এর প্রথম শো হবে ১০ জুলাই, সোমবার সন্ধ্যা ৭টায়। পরে ১২ জুলাই, বুধবার দুপুর ৩টায় হবে দ্বিতীয় শো। টিকেট মূল্য ৫০ টাকা।
গত ২৬ মে ঢাকা ও নারায়ণগঞ্জের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আদিম’। এর আগে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ‘আদিম’ প্রদর্শনের পাশাপাশি পায় সেরা নির্মাতার (বিশেষ জুরি পুরস্কার) পুরস্কার।
টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম।
ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ। চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমেদকে।
‘আদিম’ নির্মাতা শামীম বলেন, “ঢাকায় যেন বড় পর্দায় আদিম দেখানোর উদ্যোগ নেয়া হয়- প্রেক্ষাগৃহ থেকে আদিম নেমে যাওয়ার পর অনেকের কাছ থেকে এমন অনুরোধ পেয়েছি। আমাকে ইনবক্সে, কমেন্ট সেকশনে অনেকেই জানিয়েছেন তাদের নানাবিধ ব্যস্ততার কারণে, প্রেক্ষাগৃহে মুক্তির সময় আদিম দেখার সুযোগ করে উঠতে পারেননি, তারা আদিম দেখতে চান।
“আগ্রহীদের কথা ভেবে ঢাকায় আদিম দেখানোর প্ল্যান মাথায় নিতে নিতেই ঈদ এসে হাজির। এরমধ্যে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন বিকল্প ব্যবস্থায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেখানো হয়েছে ‘আদিম’। ঢাকায় আদিম এর বিকল্প প্রদর্শনী নিয়ে ভাবতে যাব- তখন বুয়েট ফিল্ম সোসাইটি জানালো, তারা চলতরঙ্গ উৎসবে আদিম দেখাতে চায়। আমি তাদের শর্ত হিসেবে জানাই আদিম’র অন্তত দুদিনে দুটি শো এবং অবশ্যই টিকিটের বিনিময়ে হতে হবে। তারা আমার শর্ত মেনে নেন।”