Published : 12 Apr 2023, 02:14 PM
হৃদরোগ থেকে সুস্থ হওয়ার লড়াইয়ে পুরনো প্রেমিক কাশ্মিরি মডেল রোহমান শলকে পাশে পেয়েছিলেন বলিউডি অভিনেত্রী সুস্মিতা সেন। এরপর থেকে ঘরে বাইরে অনেক জায়গাতেই দুজনের জোটবাধা উপস্থিতি। সম্প্রতি ভাইরাল হওয়া তাদের নতুন দুটি ভিডিও ‘ভাঙা’ প্রেম ‘জোড়া’ লাগার ইঙ্গিত দিচ্ছে।
সাবেক এই বিশ্বসুন্দরীর ‘প্রেমিক’দের তালিকায় বয়সে ১৫ বছরের ছোট শলের নামটি যুক্ত হয়েছিল চার বছর আগে। মাঝে প্রেমে ইস্তফা টানেন সুস্মিতা। কিন্তু বন্ধু হিসেবে দুজনের যোগাযোগ ছিল।
এরপর আইপিএলের রূপকার ব্যবসায়ী ললিত মোদীর সঙ্গে সুস্মিতার প্রেম-ডেট-বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যায় জোরেশোরে। মোদী বিয়ের আভাস দিলেও সেই সম্পর্ক গত বছর ভেঙে দেন সুস্মিতা সেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কয়েকদিন আগে সন্ধ্যায় ছোট মেয়ে আলিশার সাথে অভিনেত্রী কেনাকাটায় বেরিয়েছিলেন, তাদের সঙ্গে ছিলেন শল।
সেদিন কোনো একটি দোকানে ঢোকার সময় পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন তারা। খোপা বাঁধা চুলে অভিনেত্রীর পরনে ছিল একটি ঢিলেঢালা লাল টি-শার্ট ও কালো লেগিংস। আর শলকে দেখা যায় টি-শার্ট ও ট্র্যাকিং প্যান্টে। সেদিন আলোকচিত্রীদের সঙ্গে হাসিমুখে আলাপ সারেন অভিনেত্রী।
কিছুদিন আগে সাবেক এই ‘প্রেমিক’ ও আলিশাকে ট্যাগ করে ওয়ার্কআউটের একটি ভিডিও ইন্সট্রাগ্রামে শেয়ার করেন সুস্মিতা।
ক্যাপশনে লেখেন, “ইচ্ছা থাকলেই উপায় হয়। আরও অনেক প্রশিক্ষণের অনুমতি ইতোমধ্যে পেয়েছি। শিগগিরি জয়পুরে ‘আরিয়া’র শুটিংয়ের জন্য রওনা হব। এখানে আমার প্রিয়জনরা সঙ্গ দিচ্ছেন আমাকে, কাজে ফিরে যেতে উৎসাহ দিচ্ছেন।”
চলতি বছর ফেব্রুয়ারিতেই হার্ট অ্যাটাক করেছিলেন ৪৭ বছর বয়সী এই বলিউড তারকার। এনজিওপ্লাস্টি করার পাশাপাশি হৃদযন্ত্রে স্টেন্ট পরানো হয় তখন। মূল ধমনীতে ৯৫ শতাংশ ব্লক ধরা পড়ার কথা অভিনেত্রী নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন।
অসুস্থতার এতদিন ‘আরিয়া’ সিরিজের সিজন ৩-এর কাজ বন্ধ রেখেছিলেন অভিনেত্রী। শিগগিরিই সিরিজটির শুটিংয়ের জন্য জয়পুরে রওনা হবেন সুস্মিতা।
১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতা বাঙালি সুস্মিতা ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। তারপর থেকে অভিনয়েই রয়েছেন।
অভিনয়ের চাইতেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চিত সুস্মিতা। ক্রিকেটার ওয়াসিম আকরাম, বলিউড অভিনেতা রণদ্বীপ হুডা, ব্যবসায়ী অনিল আম্বানি, চলচ্চিত্র নির্মাতা মানব মেনন ছাড়াও আরও কয়েক ব্যবসায়ী বা দাপুটে ব্যক্তিত্বের সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন নিয়ে বহুবার মেতেছে তার ভক্তরা।
পুরনো খবর:
হার্ট অ্যাটাকের পর সুস্মিতা লিখলেন, হৃদয়টাকে সুস্থ রাখ
প্রেমিকের সঙ্গে সুস্মিতা সেনের বিচ্ছেদ ঘোষণা
সুস্মিতার অনামিকায় আংটি, সঙ্গী ললিত মোদি
সুস্মিতা বললেন, বিয়ে নয় নিঃশর্ত ভালোবাসা
অর্থের জন্য ললিতে? যে জবাব দিলেন সুস্মিতা
সুস্মিতা-লোলিত প্রেম নিয়ে তসলিমার প্রশ্ন