Published : 10 Jul 2023, 07:05 PM
ভারতের কৌতুকাভিনেতা কপিল শর্মা ২০০১ সালে সিনেমা ‘গদর-এক প্রেম কথা’ সম্পর্কিত এক গোপন রহস্য খোলাসা করলেন। এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সানি দেওল ও আমিশা পাটেল।
২২ বছর পর ‘গদর’ এর সিক্যুয়েলে আবারও জুটি বাঁধতে চলেছেন সানি-আমিশা।
সম্প্রতি কপিল শর্মার শো-তে সিনেমার প্রচারে হাজির হয়েছিলেন সানি ও আমিশা। সেখানে তাদের জমিয়ে আড্ডা দিতে দেখা গেছে। আড্ডা মাঝেই ‘গদর’ এর স্মৃতিতে ভাসলেন কপিল। প্রকাশ্যে আনলেন অজানা তথ্য।
কপিল জানান, তিনি অমৃতসরে বড় হয়েছেন। ‘গদর’ এর শুটিংয়ের সময় সেখানেই ছিলেন তিনি। সে সময় কৌতূহলবশত শুটিং সেটে পৌঁছে যান। অমরীশের দৃষ্টি আকর্ষণ করতে পেছন থেকে তার কাঁধে হাতও রাখেন।
হাসতে হাসতে কপিল বলেন, “উনি ঘুরে গম্ভীর কণ্ঠে বললেন, ‘আরে কে ভাই!’ আমি তো সঙ্গে সঙ্গে ওনাকে নমস্কার করি।”
এই ঘটনা শুনেই আমিশা কপিলের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, “এটাই যদি আপনি আমার সঙ্গে করতেন, তা হলে কী হত?”
উত্তরে কপিল বলেন, “সেই সাহস তখন আমার মধ্যে ছিল না।”
উত্তর শুনে সকলেই এক যোগে হেসে ওঠেন।
তারা সিং ও সাকিনার প্রেম দিয়ে শুরু হয়েছিল ‘গদর’ এর কাহিনি। স্ত্রীর জন্য পাকিস্তানে পাড়ি দেয় তারা। সানি-অমিশা ছাড়াও সে সিনেমায় অমরীশ পুরীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।
‘গদর ২’ এ দেখা যাবে, সাকিনা চরিত্রটির মৃত্যু হলেও তাদের ছেলে রয়ে গেছে পাকিস্তানে। ছেলেকে ফিরিয়ে আনার জন্য বাবার লড়াইয়ের গল্পে বোনা হয়েছে সিনেমার গল্প।