Published : 08 Dec 2022, 02:17 PM
‘দ্য ফ্যাশন অ্যাওয়ার্ডস’ আসরে বছরের সেরা মডেল নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের মডেল বেলা হাদিদ।
সিএনএন জানিয়েছে, লন্ডনের রয়্যাল আলবার্ট হলে ২৬ বছর বয়সী বেলা ‘হাদিদকে মডেল অফ দ্য ইয়ার’ ঘোষণা করা হয়। পুরষ্কার বিতরণীর ওই অনুষ্ঠানে অনুপস্থিত থেকেও তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরেক মডেল অ্যাশলে গ্রাহাম। অসুস্থতার কারণে অনুষ্ঠানে আসতে না পারায় হাদিদের পক্ষে তার পুরস্কার গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের ফ্যাশন এডিটর ও পরামর্শন কার্লোস নাজারিও।
এবারের প্রতিযোগিতায় মনোনীত মডেলদের মধ্যে ছিলেন আদুত আকেচ, কোয়ানাহ চেসিংহরস, পালোমা এলসেসার এবং লিলা মস।
জমকালো অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় হাদিদ তার এজেন্ট লুইজ ম্যাটোস তার মা ইয়োলান্ডা হাদিদসহ ইন্ডাস্ট্রির বাকি মডেলদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, “আমার ফ্যাশন পরিবারের সবাইকে ধন্যবাদ। এছাড়া যারা আমায় নিজেকে চেনাতে আমার চোখ খুলে দিয়েছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
“পুরস্কারটি আমি সেই সব মডেলদের সাথে ভাগ করে নিতে চাই, যারা কোনো স্বীকৃতি ছাড়াই কঠোর পরিশ্রম করে চলেছেন। যা মোটেও সহজ নয় এবং আপনাদের লড়াইটা আমি বুঝি। এই বিশাল যজ্ঞের ছোট্ট অংশ আমিও। এই পুরস্কারটি আমাদের সকলের জন্য।"
কিছুদিন আগেই প্যারিস ফ্যাশন উইকে স্প্রে থেকে তৈরি পোশাকের মডেল হয়ে আলোচনায় আসেন হাদিদ। ওই অনুষ্ঠানে সুপার মডেল হাদিদ হাজির হন স্বল্পবসনে। মঞ্চে সবার সামনেই স্প্রে করে তার শরীর ঢেকে তৈরি করা হয় পোশাক।
আসলে ওই স্প্রেতে থাকা রাসায়নিক চামড়ার সংস্পর্শে আসার পর শুকিয়ে গিয়ে কাপড়ে পরিণত হয়।