Published : 19 Jul 2023, 12:12 PM
সত্তরের দশক থেকে শুরু করে পরের কয়েক যুগ এবং এখনও হিন্দি সিনেমার দর্শক এবং অভিনয় শিল্পীদের কাছে জনপ্রিয় একটি সিনেমা ‘শোলে’। যে সিনেমার গান-সংলাপ আজও ‘মূর্ত’ অনেকের কাছে। সেই ‘শোলে’র কিছু দৃশ্যে অমিতাভ-ধর্মেন্দ্রর বদলে রবার্ট ডি নিরো, আল পাচিনোকে বসিয়ে একটি ভিডিও তৈরি করেছেন একজন এআই ব্যবহারকারী।
এআইকে ‘সৃজনশীল পেশার অস্তিত্বের জন্য হুমকি’ দাবি করে লেখক-অভিনয়শিল্পীদের ধর্মঘটে যখন হলিউড স্থবির, তখন ভারতের জনপ্রিয় এই সিনেমার কিছু দৃশ্যের একটি এআই’ সংস্করণ সোশাল মিডিয়ায় এসেছে।
এনডিটিভি জানিয়েছে, একজন এআই শিল্পী ‘শোলে’র গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে হলিউডি তারকাদের বসিয়েছেন। ভিডিওতে ক্যাপশন দেওয়া হয়েছে: ‘শোলে যদি হলিউডে তৈরি হত’।
৩৮ সেকেন্ডের ভিডিওর শুরুতে সিনেমার দুই বন্ধু অমিতাভ ও ধর্মেন্দ্রকে দেখানো হলেও দুটি দৃশ্যের পর অমিতাভের চরিত্র ‘জয়’ হয়ে আসেন হলিউডি তারকা রবার্ট ডি নিরো এবং ধর্মেন্দ্রর চরিত্র ‘বীরু’ হয়ে দেখা দেন আল পাচিনো।
এছাড়া হেমা মালিনীর চরিত্র ‘বাসন্তী’ হয়েছেন জুলিয়া রবার্টস, যার সাথে প্রেম হয় বীরুর। আর সিনেমার অন্যতম চরিত্র আমাজাদ খান যিনি হয়েছিলেন ‘ডাকাত সর্দার গব্বর সিং’, তার চরিত্রে এআই এনেছে অ্যান্থনি হপকিন্সকে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সঞ্জীব কুমারের চরিত্র ‘ঠাকুর বলদেব সিং হয়ে’ এই ভিডিওতে দেখা যায় কেভিন স্পেসিকে।
What If Sholay Was Made In Hollywood
by u/ShadyKaran in bollywoodmemes
ভিডিওতে একজনের মন্তব্য “কেভিন স্পেসি ‘সাইকোপ্যাথ’ চরিত্রে ভালো কাজ করেন। শোলের ঠাকুর বলদেব সিং ছিলেন সরল সোজা মানুষ, এমন একটি চরিত্রে জিন হ্যাকমান বোধহয় উপযুক্ত হতেন।”
সিনেমা মুক্তির ৪৮ বছর পর এর ছোট্ট কয়েকটি দৃশ্যের হলিউডি সংস্করণ দেখে একজন ‘বিতর্ক’ উসকে দিয়ে লিখেছেন, শোলের নির্মাতা রমেশ সিপ্পি আমেরিকান কোনো ফিল্ম থেকে এই সিনেমা বানাতে অনুপ্রাণিত হয়েছিলেন কি না সেটাও ভাবার বিষয়।
এ কথার জবাবে একজন বলেছেন, ‘স্প্যাগেটি ওয়েস্টার্ন’ সিনেমার ছায়া আছে ‘শোলে’ সিনেমায়। ‘ফর এ ফিউ ডলারস মোর’, ‘দ্য গুড, দ্যা ব্যাড অ্যান্ড দ্যা আগলি’ সিনেমার সঙ্গেও ‘শোলে’র মিল পাওয়া যায় বলে একজনের মন্তব্য। তার দাবি ‘ফর এ ফিউ ডলারস মোর’ সিনেমার খলনায়ক ইন্ডিও এবং গব্বর সিং যেন একে অপরের ছায়া।
১৯৭৫ সালে মুক্তির পর ২০ বছর ধরে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ছিল ‘শোলে’। বীরু, বাসন্তী, জয়, গব্বর সিং, জয়সহ সিনেমার বেশিরভাগ চরিত্রই ব্যাপক জনপ্রিয়তা পায়।
গত বছর আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস (এফআইপিআরএসসিআই) নির্বাচন করে সর্বকালের সেরা ১০ ভারতীয় সিনেমা। সেই তালিকাতেও স্থান করে নেয় ‘শোলে’