সুনশান সেন্ট মার্টিনে বেকার মানুষ, খাবার কষ্টে কুকুর-বিড়াল
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বন্ধ রয়েছে চলাচল। ফলে পর্যটকদের ওপর নির্ভর করে চলা স্থানীয় বাসিন্দাদের অনেকে বেকার হয়ে পড়েছেন। খাবার সংকটে রয়েছে সেখানকার কুকুর-বিড়াল ও পোষাপ্রাণীগুলো। আগামী নভেম্বরের আগে সেখানে ভ্রমণের পথও খুলবে না। ফলে অপেক্ষা করতে হবে দীর্ঘ সময়।