পুরনো ইঞ্জিন ও গ্যাস সিলিন্ডার দিয়ে বানানো হয়েছে অটোরিকশা। সাধারণ অটোরিকশায় তিনজন বসলেও ইজিবাইকের মত করে বানানো এ বাহনে বসছে সাত থেকে আটজন। লাইসেন্সবিহীন তিন চাকার এ বাহন মূল সড়কে না উঠলেও রাজধানীর বাসাবো থেকে মাদারটেক ও নন্দীপাড়ায় চলাচল করছে ঝুঁকি নিয়ে।