Published : 05 Jun 2025, 07:48 PM
চার জেলার কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি, এর মধ্যে নরসিংদী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে।
এছাড়া ময়মনসিংহ দক্ষিণ, শেরপুর ও মানিকগঞ্জ-এই তিন জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার জেলার সাংগঠনিক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নরসিংদী জেলার ১৫১ সদস্যের কমিটির সভাপতি হয়েছেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক হয়েছেন মনজুর এলাহী।
জাকির হোসেন বাবলুকে আহ্বায়ক ও রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্য সচিব করে ৪৩ সদস্যের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
দলটির ৪১ সদস্যের শেরপুর জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে সিরাজুল ইসলামকে। সদস্য সচিব হলেন এ বি এম মামুনুর রশিদ পলাশ।
আফরোজা খানম রিতাকে আহ্বায়ক করে ৬১ সদস্যের মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়েছে।