Published : 21 Jun 2025, 04:36 PM
কোনোভাবেই পেছনের দিকে না তাকিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে চায় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে শনিবার তিনি বলেন, “আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, নির্বাচনের ব্যাপারে আমাদের নেতা (তারেক রহমান) বলেছিলেন ডিসেম্বরে, পরবর্তীতে শুনলাম ফেব্রুয়ারিতে। আমাদের বক্তব্য হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে।
“কোনো অবস্থাতে এটিকে যদি প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করা হয়, আমরা পেছনের দিকে তাকাতে চাই না, আমরা জিয়াউর রহমানের দল, আমরা খালেদা জিয়ার দল, আমাদের নেতা তারেক রহমান আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চাই।”
লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরে দেশের বিশৃঙ্খলা কমে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি
জাহিদ হোসেন বলেন, “বৈঠক হওয়ার আগের এবং পরের অবস্থা দেখেন। এই দেশের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা কমে গেছে, মানুষের মধ্যে আশা জেগেছে যে, একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। যেটি অনেকভাবে প্রলম্বিত করতে চায়।”
তারেক-ইউনূসের বৈঠক নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, “আচ্ছা বলেন তো, আপনারা প্রতিদিন যুমনাতে যান, যমুনা থেকে বের হওয়ার পরে আপনারা আপনাদের মত কথা বলেন, আর প্রেস সচিব প্রেস সচিবের মতো ব্রিফিং করে। এটা মধ্যে কোনো দোষ নাই। দোষ কোথায়? দোষ হল তারেক রহমান সাহেবের সাথেমুহা্ম্মদ ইউনূস সাহেবের মিটিংয়ের পরে প্রেস ব্রিফিংটা কেন হল?
“আয়নায় চেয়ারাটা দেখবেন, তারেক রহমান শুধু একটি মানুষ নয়, তারেক রহমান এদেশের বৃহত্তম জনগোষ্ঠীর প্রতীক। তারেক রহমানকে খুঁজলেই পাওয়া যায় না।”
এ সময় বিএনপিবিরোধী রাজনৈতিক দলগুলকো উদ্দেশ্য করে জাহিদ বলেন, “আগামী দিনে আপনার ম্যান্ডেট কি? আমাদের ম্যান্ডেট ৩১ দফা। আপনার ম্যান্ডেট কি?”
“ওইগুলো নিয়ে আলোচনা করেন, জনগণের সামনে যান, জনগণ যেটি ভালো সেটি গ্রহণ করবে, যাকে ভালো মনে করবেন না তাকে আস্তকুঁড়ে নিক্ষিপ্ত করবে। জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেন।”
প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন(এনআরএফ)’ এর উদোগে ‘রাষ্ট্র নায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জামাল উদ্দিন রুনু।
এনআরএফের আহ্বায়ক সৈয়দ আবদাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম সেলিম, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিনসহ আরো কয়েকজন বক্তব্য রাখেন।