Published : 23 Nov 2024, 09:48 PM
নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর না করলে গণঅভ্যুত্থানের ‘চেতনা’ প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
শনিবার বিকালে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন চত্বরে সিপিবি, চট্টগ্রাম জেলা আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে প্রিন্স বলেন, “আপনারা বিপ্লবী সরকার নন, রেগুলার সরকারও নন, আপনারা অন্তর্বর্তী সরকার। আপনাদের কাজ হচ্ছে দ্রুততার সাথে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।”
নির্বাচন কমিশন গঠন হওয়ায় এখন জনগণের হাতে দ্রুততার সাথে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করার তাগিদও দেন সিপিবি নেতা। বলেন, “অনতিবিলম্বে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করুন। জনজীবনে শান্তি ফিরিয়ে আনুন, জিনিসপত্রের দাম সহনীয় করুন।”
দেশবাসী ‘ভোট বঞ্চিত’ বলে মত দিয়ে তিনি বলেন, “জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতদের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, এটা আপনার অন্যতম ম্যান্ডেট। তার মানে হঠাৎ করে একটা নির্বাচন নয়, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে তারপর নির্বাচন দেন।‘‘
গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তি সম্পর্কে সজাগ থাকার পরামর্শও দেন প্রিন্স। বলেন, “পতিত ‘স্বৈরাচার’ সম্পর্কে সজাগ থাকুন।
“দেশের মধ্যে আবার দুর্বৃত্ত গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে, তাদের কিন্তু কোনো দল নেই। এক দখলদারের পরিবর্তে আরেক দখলদার এসে গেছে। সচিবালয়ে আগে ছিল এক গ্রুপের ‘তাফালিং’, এখন আরেক গ্রুপ তাফালিং শুরু করেছে। এক দখলদারের পরিবর্তে আরেক দখলদার নয়, এক চাঁদাবাজের পরিবর্তে আরেক চাঁদাবাজ নয়।”
চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর পুরাতন রেলস্টেশন থেকে শুরু হয়ে নিউমার্কেট, সিনেমা প্যালেস, আন্দরকিল্লা হয়ে চেরাগি পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।