Published : 31 Dec 2023, 04:55 PM
চট্টগ্রামের পটিয়ায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর প্রচারে হামলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম-১২ আসনের এই উপজেলায় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সুপার কে এম শফিউল্লাহ জানান।
যাদেরকে ধরা হয়েছে, তাদের মধ্যে একজন এই আসনে নৌকা প্রার্থী মোতাহারুল ইসলাম চৌধুরীর সমর্থক লিটন বড়ুয়া। বাকিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ সুপার বলেন, “হুইপ সাহেবের প্রচারের সময় হামলার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।”
শনিবার সকাল ১১টার দিকে পটিয়ার শান্তির হাট এলাকায় সামশুলের প্রচারে প্রথমবার হামলা হয়। কুসুমপুরা এলাকায় দ্বিতীয় হামলা হয় একইদিনের সন্ধ্যায়।
হামলায় প্রচার কাজে ব্যবহার করা কয়েকটি গাড়ি ভাঙচুরও করা হয়।
দুই দফা হামলায় সামশুলের চার জন কর্মী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ ছিলেন।
সামশুলের প্রধান নির্বাচনি এজেন্ট নাজমুল করিম চৌধুরী শারুন বলেন, “নৌকার সমর্থকরা হামলার ঘটনা ঘটিয়েছে এবং এলাকায় আমরা বারবার হামলার শিকার হচ্ছি।”
পটিয়া সংসদীয় আসনে নির্বাচনের পরিবেশ নেই বলেও অভিযোগ করেন শারুন।
পটিয়া আসনে নৌকা প্রতীকে এবারে মনোনয়ন পেয়ে লড়ছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী। তার বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন আওয়ামী লীগের টিকিটে তিনবার সংসদ সদস্য হওয়া সামশুল হক চৌধুরী।