Published : 16 Jan 2024, 07:44 PM
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
মঙ্গলবার ঢাকায় চীনা দূতাবাসের এক বিবৃতিতে সোমবার ওই শুভেচ্ছা বার্তা পাঠানোর কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বার্তায় লিখেছেন, দীর্ঘ দিনের বন্ধুত্বের সূত্রে চীন ও বাংলাদেশ প্রতিবেশী।
“কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে গত ৪৯ বছরে দুই দেশ একে অপরকে শ্রদ্ধা করেছে, একে অন্যকে বিবেচনা করেছে সমান হিসাবে এবং অর্জন করেছে পারস্পরিক মঙ্গল; এ সম্পর্ক উভয়ের জন্য লাভজনক।”
চীনা পররাষ্ট্রমন্ত্রী লেখেন, “একে অপরের মৌলিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত ইস্যুতে চীন ও বাংলাদেশ একে অন্যকে দৃঢ়ভাবে সমর্থন করেছে। চীন-বাংলাদেশ সম্পর্কে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে।”
দুদেশের কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুদেশের শীর্ষ নেতৃত্বের সম্মতির আলোকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছেন ওয়াং ই।