Published : 21 Aug 2024, 12:52 AM
সুইজারল্যান্ডের জেনিভায় নানা আয়োজনে ‘বাংলাদেশ দিবস’ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
এ উপলক্ষ্যে রোববার সাটলেন পার্কের ফ্র্যাঞ্চাইজি কালচারাল বারে বাংলাদেশিদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
দেশটির বারিওলি অ্যাসোসিয়েশনের সহায়তায় প্রতি বছর এ আয়োজন করে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ ক্লাব, জেনিভা’।
ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জর্জের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সভাপতি হারুন রশিদ।
অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, বাংলাদেশি পোশাকের স্টল এবং বাংলাদেশি খাবারের আয়োজন। ফ্রান্স ও সুইজারল্যান্ডের বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশি, জেনিভায় বসবাসরত আফ্রিকান, ইউরোপিয়ান ও ল্যাটিন আমেরিকানসহ বিভিন্ন দেশের অনেক প্রবাসী এতে অংশ নেন।