Published : 27 May 2025, 05:33 PM
যুক্তরাজ্যে ‘ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন্স অ্যালায়েন্স’ নামে নতুন সংগঠন তৈরি করেছেন দেশটিতে নির্বাচিত ব্রিটিশ বাংলাদেশি মেয়র, স্পিকার ও কাউন্সিল নেতারা।
বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি হলরুমে আয়োজিত এক জমকালো আয়োজনে সংগঠনটির অভিষেক হয়।
এতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশতাধিক ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন অংশ নেন যারা বিভিন্ন বারো কাউন্সিলে সিভিক মেয়র, স্পিকার, চেয়ার অব কাউন্সিল বা লর্ড মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন বা করছেন।
নতুন সংগঠনের প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কাউন্সিলর পারভেজ আহমেদ। তিনি ২০১৬-১৭ সালে লন্ডনের ব্রেন্ট বারো কাউন্সিলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক হিসেবে আছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর এম আয়াছ মিয়া।
সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান পারভেজ আহমেদ, সঞ্চালনায় ছিলেন এম আয়াছ মিয়া।
বক্তারা বলেন, “যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ এখন শুধু সংখ্যা নয়, নেতৃত্বেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বিভিন্ন কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত বহু কাউন্সিলর কাজ করছেন স্থানীয় জনগণের জন্য। তাদের মধ্যে অনেকেই ফার্স্ট সিটিজেন পদে অভিষিক্ত হয়েছেন।”
চেয়ারম্যান পারভেজ আহমেদ বলেন, “সম্ভবত আশির দশকে প্রথম একজন ব্রিটিশ বাংলাদেশি মেয়র নির্বাচিত হন। বর্তমানে এ সংখ্যা অর্ধশতাধিক। তারা সবাই নিজ নিজ এলাকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, মূলধারার রাজনীতিতে সক্রিয়।”
এই অ্যালায়েন্স ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে এবং বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পারভেজ জানান, তাদের সংগঠনের লক্ষ্য হল- ফার্স্ট সিটিজেনদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি গড়ে তোলা, কমিউনিটির অর্জনকে লিপিবদ্ধ রেখে একটি ঐতিহাসিক দলিল তৈরি করা এবং মূলধারায় বাংলাদেশিদের ভূমিকা দৃশ্যমান করে তোলা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান এম আহবাব হোসেন, ট্রেজারার খালেছ উদ্দিন আহমেদ, সহকারী ট্রেজারার কাউন্সিলর সাবিনা আখতার ও সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর ফারুক চৌধুরী।