Published : 10 Aug 2023, 04:52 AM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাজ্যে নারী ক্ষমতায়ন পুরস্কার পেলেন ব্রিটিশ-বাংলাদেশি এক চিকিৎসক।
পুরস্কার পাওয়া হালিমা বেগম প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তিনি ১৯৫১-১৯৫৫ শিক্ষাবর্ষে বর্তমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন, ১৯৬৩ সালে তিনি শিক্ষাবৃত্তি নিয়ে যুক্তরাজ্যে আসেন।
স্থানীয় সময় বুধবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত ‘সংগ্রামে ও মুক্তিতে বঙ্গমাতা প্রেরণা’ শিরোনামে এক স্মারক অনুষ্ঠানে হাই কমিশনার সাইদা মুনা তাসনিম তার হাতে ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব নারী ক্ষমতায়ন পুরস্কার ২০২৩’ তুলে দেন।
সাইদা মুনা তাসনিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে অংশ নেন।
বিশেষ অতিথি ছিলেন আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল, যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার।
সাইদা মুনা তাসনিম বলেন, “যুক্তরাজ্যে তরুণ প্রজন্মকে বঙ্গমাতার জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জানাতে ও অনুপ্রাণিত করতেই লন্ডনে বাংলাদেশ হাই কমিশন তার নামে পুরস্কার চালু করেছে এবং হালিমা বেগমের মতো মুক্তিযুদ্ধের সহযোগী, প্রগতিশীল ও ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির শ্রদ্ধেয় নারীকে এ পুরস্কার দিয়েছে।”
শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিচারণ করে হালিমা বেগম বলেন, “বঙ্গমাতা ছিলেন বাঙালি নারীদের ধ্রুবজ্যোতি এক অনন্য ও অসাধারণ নারী। তার মতো এমন দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন মমতাময়ী নারী আর একজনও আমি আমার জীবনে আজ পর্যন্ত দেখিনি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্যামডেনের মেয়র কাউন্সিলর নাজমা রহমান, রেডব্রিজের মেয়র কাউন্সিলর জ্যোৎস্না রহমান ইসলাম ও ব্রেন্ট কাউন্সিলের কাউন্সিলর রীতা বেগম।