Published : 08 Apr 2025, 12:05 PM
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত এক ইউপি সদস্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে ওই ইউপি সদস্য মারা যান বলে মাদারীপুর সদর থানার ওসি মোকছেদুর রহমান জানান।
নিহত ইউপি সদস্য বোরহান মোল্লা (৪০) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চর ব্রাহ্মনদী গ্রামের মান্নান মোল্লা ছেলে।
তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি মোকছেদুর বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর ব্রাহ্মনদী এলাকার শিমুল সরদারের সঙ্গে বোরহান মোল্লার বিরোধ চলছিল। শনিবার দুপুরে ব্যক্তিগত কাজ শেষে ইজিবাইকে করে শহরের পুরান বাজার থেকে বাড়ি ফিরছিলেন বোরহান।
“পথে চর ব্রাহ্মনদী এলাকার শিমুল সরদার ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে বোরহানের ওপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে মারাত্মক ভাবে কুপিয়ে আহত করা হয়। তখন বোরহানের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।”
তিনি বলেন, “স্থানীয়রা বোরহানকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
“পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বোরহান।”
এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। তবে এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি বলে ওসি মোকছেদুর রহমান জানান।