Published : 04 Feb 2025, 02:24 PM
কিশোরগঞ্জের ভৈরবে পাগলা কুকুরের কামড়ে অন্তত ২৮ জন আহত হওয়ার খবর মিলেছে।
সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলা ও পৌর শহরের শিমুলকান্দি, মধ্যচর, গোছামারা, রসুলপুর, চণ্ডীবের, দড়ি চণ্ডীবের, আমলাপাড়া ও ভৈরবপুর এলাকায় এসব ঘটনা ঘটে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের চিকিৎসক উম্মে হাবিবা জুঁই বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন।
তাদের মধ্যে আসমা বেগম (৫) ও জান্নাত (৪৮) নামের দুজনকে গুরুতর অবস্থায় ঢাকার মহাখালী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চিকিৎসক উম্মে হাবিবা বলেন, “কুকুরের কামড়ে আহত হয়ে ২৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।”
সেখানে কথা হয় শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা এলাকার বাসিন্দা আকলিমা বেগমের সঙ্গে। তার ছেলেকে কুকুরে কামড়েছে।
তিনি বলেন, “সোমবার সন্ধ্যার দিকে আমার ছেলে বাড়ির পাশে খেলছিল। সেখান থেকে বেরিয়ে বাড়িতে ঢোকার সময় হঠাৎ করে একটি পাগলা কুকুর ওর পায়ে কামড় দেয়।”
পৌর শহরের আমলাপাড়া এলাকার রহিমা বেগম বলেন, “বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমার ছেলেকে কামড় দেয় কুকুর। ছেলের চিৎকার শুনে দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি।”