Published : 30 May 2025, 05:51 PM
টানা ঝড়-বৃষ্টিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলা শ্রীমঙ্গল-ভানুগাছ আঞ্চলিক সড়কে গাছ পড়ে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
শুক্রবার বেলা ১১টায় ফায়ার সার্ভিসের কর্মীরা বৃষ্টিতে ভিজে সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান কমলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হয়। সকালে বনের ভেতরে কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এতে দুই উপজেলার সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ফারুকুল ইসলাম বলেন, ঝড়ে লাউয়াছড়া বনের জানকী ছড়ায় একটি বড় গাছ সড়কের ওপর পড়ে যায়; যা কেটে সরিয়ে নিতে অনেক সময় লাগে।
প্রায় ২ ঘণ্টা বৃষ্টিতে ভিজে ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন বলে জানান তিনি।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মো. খান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে মাটি ধ্বসে কয়েকটি গাছ রাস্তার ওপর পড়ে যায়।
পরে ফায়ার সার্ভিস ও বনকর্মীরা গাছ কেটে বেলা ১১টার দিকে রাস্তা পরিষ্কার করে দিলে আবার যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
তিনি বলেন, “এটা প্রাকৃতিক দুর্যোগ। কখন যে মাটি ধ্বসে কোন গাছ পড়বে তা বলা যায় না। তবে বর্ষায় এই রাস্তায় চলাচলকারীদের সতর্কতা অবলম্বন করা উচিত।”
অটোরিকশা চালক আকবর মিয়া বলেন, দীর্ঘক্ষণ বনে আটকা ছিলেন তিনি। পরে ফায়ার সার্ভিস ও বনকর্মীরা গাছ কেটে রাস্তা পরিষ্কার করার সময় তিনিও সাহায্য করেছেন।
এর আগে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথে গাছ পড়ে দুর্ঘটনার মুখোমুখি হয় ঢাকাগামী কালনী এক্সপ্রেস। এতে অল্পের জন্য রক্ষা পায় ট্রেন ও যাত্রীরা।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, বৃহস্পতিবার লাউয়াছড়ায় রেল লাইনের ওপর একটি বড় গাছ পড়ে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গাছের ধাক্কা লাগে। এতে ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
পরে বন বিভাগ ও রেলওয়ের কর্মীরা গাছ ও ডালপালা কেটে সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
তিনি বলেন, চালক আগে থেকে দেখে গতি কমিয়ে ব্রেক করায় বড় রকমের দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পেয়েছে। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে গাছের সঙ্গে ধাক্কা লেগে লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ বেঁকে গেছে।
লাউয়াছড়া উদ্যানের অনেক গাছ পুরোনো হওয়ায় বৃষ্টি হলেই মাটি সরে গিয়ে সেগুলো পড়ে যায় বলে জানান বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল।