Published : 06 Jun 2025, 07:07 PM
কুমিল্লায় দুই উপজেলায় যাত্রীবাহী বাস খাদের পড়ে দুই নারীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা-সিলেট মহাসড়কে বুড়িচং উপজেলার রামপুর এবং শুক্রবার সকালে দেবিদ্বার উপজেলার বড়শালঘর এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে ময়নামতি থানার ওসি ইকবাল বাহার মজুমদার।
নিহতরা হলেন- নেত্রকোণার মদন উপজেলার নায়েকপুর গ্রামের বোকদাত মিরার মেয়ে সুমাইয়া আক্তার (১৯) এবং একই থানার আলমশ্রী গ্রামের প্রয়াত গজু মিরার মেয়ে পুষ্প আক্তার (২৪)।
ওসি ইকবাল বাহার বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা-সিলেট মহাসড়কে ফাইজা পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিলেট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যান। এতে ঘটনাস্থলেই সুমাইয়া ও পুষ্প মারা যান।
এ ছাড়া আহত হন আরও অন্তত পাঁচজন বাসযাত্রী। সকালে পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছে। তবে বাস চালক পলাতক আছেন।
শুক্রবার সকালে একই মহাসড়কের দেবিদ্বার উপজেলায় সিলেটগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে যায়। এতে বাসে থাকা পাঁচ যাত্রী গুরুতর এবং ১০ জন সামান্য আহত হন।
হাইওয়ে মিরপুর থানার ওসি পারভেজ আলী বলেন, চালকের অসচেতনতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে গেছে বলে ধারণা করা হচ্ছে। পরে বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।