Published : 16 May 2025, 07:33 PM
রাঙামাটি শহরে ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য।
শুক্রবার বিকালে ৫টা থেকে একদল লোক শহরের সার্ভার স্টেশন এলাকায় স্থাপিত ভাস্কর্যটি ভাঙতে শুরু করেন।
এর আগে বেলা ৩টার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার’ ব্যানারে একদল লোক শহরের ভেদভেদী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সার্ভার স্টেশনের সামনে অবস্থান নেয়।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, “শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার খবর পেয়েছি। কিন্তু করা ভাঙছে তা জানি না।”
বিকাল ৫টা থেকে ভাস্কর্য ভাঙা শুরু করেন তারা। প্রথমে লোহার বড় হাতুড়ি দিয়ে ভাস্কর্যটি ভাঙা শুরু করা হলেও, পরে যুক্ত করা হয় ড্রিল মেশিন।
সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও ভাস্কর্যটি ভাঙা চলছে।