Published : 25 May 2025, 09:55 PM
ফরিদপুরের সদরপুর থানায় ৫ অগাস্ট হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের সময় লুট হওয়া শটগান ১০ মাস পর উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে সদরপুর থানার ওসি নাজমুল হাসান বলেন, শনিবার রাতে সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার প্রশিকা কার্যালয়ের গেইটের পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাতুল ও আনিস নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে, শটগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
আসামি রাতুল সর্দার সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের কাসেম সর্দারের ছেলে এবং আনিসুল হক একই গ্রামের ইউনুস মাতুব্বরের ছেলে।
ওসি নাজমুল হাসান বলেন, ৫ অগাস্ট হামলা ও অগ্নিসংযোগ করে থানা থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র লুট করা হয়। এ ঘটনায় মামলা হয়। সেই মামলাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, “থানা থেকে পুলিশের লুট হওয়া আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এই অস্ত্র যদি কোথাও কেউ ফেলে রেখে তাহলে আমাদের ফোনে বা জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে জানাতে পারবে। তাহলে তাকে পুরস্কৃত করা হবে।”