Published : 31 May 2024, 09:37 AM
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টিলা ধসে এক নারীর মৃত্যু হয়েছে; এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের কালেঞ্জি খাসিয়া পুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে বলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন জানান।
নিহত গীতা কাহার (৩০) উপজেলার পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের মৃত শংকর কাহারের কন্যা।
আহতরা হলেন- একই বাগানের মেঘনাথ বেনবংশী (৪০), রাজেশ গৌড় (২৬) ও প্রদীপ কূর্মী (২২)।
আদমপুর ইউনিয়ন পরিষদের সদস্য দেবাশীষ চক্রবর্তী শিপন বলেন, পাত্রখোলা চা বাগানের কয়েকজন পাশের বনবিভাগের কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে কাজ করতে যান। কাজের সময়ে টিলার একটি অংশ ধসে পড়লে তারা মাটি চাপা পড়েন।
স্থানীয়রা আহতদের পাত্রখোলা চা বাগান হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানকার চিকিৎসক গীতাকে মৃত ঘোষণা করেন বলে জানান ইউপি সদস্য দেবাশীষ।
আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন এবং মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী জানান, সন্ধ্যায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউএনও জয়নাল আবেদীন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।