Published : 25 Sep 2024, 11:06 PM
নরসিংদীর ডাঙ্গা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের নকশা পরির্বতনের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
বুধবার সকালে ঘোড়াশাল পৌরসভার ঘাঘড়া এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন ঘোড়াশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
মো. ফরহাদ হোসেন, জাতীয় পার্টির পলাশ শাখার আহ্বায়ক জাকির মৃধা।
এ সময় তারা বলেন, ডাঙ্গা বাজার থেকে ঘোড়াশাল পর্যন্ত সড়ক প্রশস্ত করার জন্য জমি অধিগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ঘাঘড়া মৌজার পূবালী বাজার থেকে ঘোড়াশাল বাজার পর্যন্ত একাধিক বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় রয়েছে।
এই স্থান দিয়ে সড়ক নির্মাণ হলে এলাকার মানুষের ব্যাপক ক্ষতি হবে মন্তব্য করেন বক্তারা। তারা অন্য স্থান দিয়ে সড়ক প্রশস্তের কাজ করার আবেদন করেন।
সড়কের নকশা পরিবর্তনের দাবিতে এরই মধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও সড়ক বিভাগের লিখিত আবেদন দেওয়া হয়েছে।