Published : 24 Feb 2025, 06:11 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে একাংশের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
সোমবার দুপুর ১টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানরা এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
মহাসড়ক অবরোধের কিছুক্ষণ পরেই মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল ওয়ারেস এবং সদর থানা ওসি এস এম আমান উল্লাহ ঘটনাস্থলে আসেন।
পরে পুলিশ অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার কথা বললে তারা এক ঘণ্টা পর অবরোধ থেকে সরে আসেন।
অবরোধ কর্মসূচির সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের কয়েকজন শিক্ষার্থী জানান, নব গঠিত কমিটিতে যাদের রাখা হয়েছে তাদের বেশিরভাগ মূল ধারার আন্দোলন সংগ্রামের সঙ্গে কোনো সময়ই যুক্ত ছিলেন না। অথচ তাদের মূল্যায়ন করা হয়েছে আর ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে।
টাকা খেয়ে কমিটি করা হয়েছে। এছাড়া যারা ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে চলে তারাও কমিটিতে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বলেও দাবি তাদের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম বলেন, “যাদের কমিটিতে রাখা হয়েছে তাদের বেশিরভাগ মূল ধারার আন্দোলন সংগ্রামের সঙ্গে কোনো সময়ই যুক্ত ছিলেন না। অথচ তাদের মূল্যায়ন করা হয়েছে।”
এসময় কেন্দ্রীয় সমন্বয়ক রুদ্র, জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুক ও সদস্যসচিব নাহিদ মনিরকে মানিকগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন আন্দোলনকারীরা।
সেইসাথে কেন্দ্রীয় সমন্বয়কদের হস্তক্ষেপে ৭২ ঘণ্টার মধ্যে গঠিত কমিটি স্থগিত না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক পুনরায় অবরোধের হুঁশিয়ারি দেন তারা।
এ সময় নব্য গঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু, যুগ্ম সদস্য সচিব নাসিম খান, সংগঠক কাওছার আহমেদ, সদস্য শাকিল হোসেন, কায়সার আহমেদ, রনি আহমেদ, আকরাম হোসেন উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ সদর থানা ওসি এসএম আমানউল্লাহ বলেন, “ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।”
অবরোধ শেষে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের তিনতলা ভবনের কাচ ভাঙচুর করেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার ৪২১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল।