Published : 18 Jan 2025, 10:32 PM
দিনাজপুর সদরে পুলিশের বাৎসরিক প্রশিক্ষণ চলাকালে একটি গুলি প্রায় দেড় কিলোমিটার দূরে বাড়িতে থাকা এক কিশোরীর পায়ে লেগেছে।
শনিবার সকালে শহরের আনসার ও ভিডিপি কার্যালয়ের পশ্চিমে শিবরামপুর কোম্পানি মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান।
আহত শাহানাজ পারভীন (১৫) শিবরামপুর এলাকার জালাল উদ্দিনের মেয়ে ও দিনাজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
ওসি মতিউর রহমান বলেন, ১২ জানুয়ারি থেকে দিনাজপুর আনসার ও ভিডিপি ফায়ারিং স্কোয়ার্ডে পুলিশের বাৎসরিক ফায়ারিং প্রশিক্ষণ চলছে।
সকাল সাড়ে ১০টার দিকে সেখান থেকে ছোড়া একটি গুলি প্রায় দেড় কিলোমিটার দূরে বাড়ির আঙ্গিনায় বসে থাকা শাহানাজের ডান পায়ের হাঁটুতে লাগে। পায়জামার টান পেয়ে গুলিটা মাটিতে পড়ে যায়। তবে কিছুটা জখম হয়েছে।
শাহানাজের চিৎকার শুনে তাৎক্ষণিক আনসার সদস্যরা তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে নেয়। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।
খবর পেয়ে দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন এবং আহতের খোঁজখবর নিয়েছেন।
ওসি মতিউর রহমান বলেন, “প্রতি বছর সেখানে ফায়ারিং প্রশিক্ষণ হয়। এটা একটা দুর্ঘটনা। তবে এখন থেকে আরও সাবধানতা অবলম্বন করা হবে। আহত কিশোরীর চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে।”