Published : 08 May 2025, 02:30 PM
ময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেনের নিচে মাথা দেওয়ার পর কাটা পড়ে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন জানান।
নিহত ৫৭ বছর ব্য়সী মো. ইদ্রিস আলী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মিরাপাড়া গ্রামের শমসের আলীর ছেলে।
তিনি নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন।
ওসি বলেন, ইদ্রিস আলীর স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। তার কোনো সন্তানও নেই। গত এক বছর ধরে তিনি বোনের বাড়িতে থেকে রিকশা চালিয়ে জীবিকা চালাতেন। এরইমধ্যে তিনি স্ট্রোকও করেন। মানসিকভাবেও তিনি হতাশাগ্রস্তও ছিলেন।
তিনি বলেন, “সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পাটগুদাম এলাকায় আসতেই ট্রেনের নিচে মাথা পেতে দেন ইদ্রিস। এতে মাথা কেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি আক্তার হোসেন।