Published : 02 Mar 2025, 08:34 PM
ঢাকার সাভারে দিনেদুপুরে আবার যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মালামাল লুট করা হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার রাজ ফুলবাড়িয়ার পুলিশ টাউন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম। এর আগে একই স্থানে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।
বাসের যাত্রী নাজমুল হোসেন বলেন, “দুপুরে আশুলিয়ার শ্রীপুর থেকে রাজধানী পরিবহনের একটি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। বাসটি ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে মহাসড়কে পুলিশ টাউন এলাকায় যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায়।
“এ সময় পাঁচ থেকে ছয়জন যুবক বাসে উঠে দেশি অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মানিব্যাগ ও মোবাইলসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। পরে আমার মোবাইলটিও ছিনিয়ে নিয়ে তারা দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়।”
এ ঘটনার পর থেকে পরিবহনের যাত্রীসহ সাধারণ মানুষে মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, “বাসটি শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে ১৪ ফেব্রুয়ারি দুপুরে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় মানিকগঞ্জ থেকে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন যাত্রী আহত হয়েছিলেন।