Published : 04 Jul 2025, 08:32 PM
সিলেটের কানাইঘাট উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- উপজেলা সদর ইউনিয়নের উমাগড় গ্রামের বাসিন্দা মাইক্রোবাস চালক শুভঙ্কর দাস (২৭), বীরদল কচুপাড়া গ্রামের লেগুনা চালক (ক্যারিকাভ) বাবুল আহমদ (২৮) এবং চটিগ্রাম এলাকার বাসিন্দা পিকআপ চালক ফাহাদ মিয়া (২৫)।
এ ঘটনায় ওই তিনজনকে আসামি করে তরুণীর মা মামলা করেছেন। এ ছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
ওই তরুণীর মা বলেন, ১৮ বছর বয়সি বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটি মাঝে-মধ্যে কাউকে কিছু না বলে বাইরে চলে যান। পরে আশপাশে খোঁজাখুঁজি করে তাকে নিয়ে আসতে হয়। মঙ্গলবার রাতে সবার অজান্তে ঘর থেকে বের হয়ে ধর্ষণের শিকার হন ওই তরুণী।
মামলার বরাতে ওসি আব্দুল আউয়াল বলেন, “মঙ্গলবার রাতে বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণী মায়ের সঙ্গে ঘুমাতে যান। রাত ১টার দিকে মা ঘুম থেকে উঠে দেখতে পান মেয়ে পাশে নেই। ঘরের দরজা খোলা।
“পরদিন সকালে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের একটি গ্রামে তাকে জামাকাপড় ছেঁড়া অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ওই তরুণী তিনজন লোক তাকে ধর্ষণ করেছে বলে জানান।”
পরে ওই তরুণীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি আব্দুল আউয়াল।