Published : 20 May 2025, 09:23 PM
মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে শহরের পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান।
মেহেদী হাসান রুবেল ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তার আগে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, ৫ অগাস্ট সরকার পতনের পর রুবেল আত্মগোপনে চলে যান। তিনি গভীর রাতে বাসে করে ঢাকা থেকে মাগুরায় ফেরেন। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।
মঙ্গলবার তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।